ঈদুল আজহা ছুটিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেড়ছে যাত্রী পারাপার।

শুক্রবার(১৪ জুন) সকাল থেকেই আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী পারাপারের চাপ বেড়ে যায়। ইমিগ্রেশন সুত্রে জানা যায় দুপুর পর্যন্ত ১ টা পর্যন্ত এই পথ দিয়ে ৭ শতাধিক যাত্রী ভারতে প্রবেশ করেছেন। যা অনন্যা দিনের তুলনায় দু গুন বেশি।

ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি আর ৩ দিন ঈদের ছুটি রয়েছে।

টানা ৫ দিনের ছুটি শুরু হওয়ায় বিভিন্ন অফিস, আদালত কল কারখানা বন্ধতে ঈদের ছুটি কাটাতে ভারত ভ্রমনকারী যাত্রীদের চাপ বেড়ে যায় এই ইমিগ্রেশন দিয়ে।ঈদের ছুটি কাটাতে পরিবার বন্ধ বান্ধব নিয়ে ভ্রমণ ভিসা নিয়ে বেশির ভাগ যাত্রী ভারত যাচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ইমিগ্রেশন ও কাস্টমস ভবনের সামনে পাসপোর্ট ধারী যাত্রীদের বিশাল বড় বড় লম্বা লাইন। লাইনে বয়স্ক নারী পুরুষ সহ শিশু যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীর চাপ বেশি থাকায় ধীরগতিতে সম্পূর্ণ হচ্ছে ইমিগ্রেশন ও কাস্টমসের সকল ধরনের কার্যক্রম।

চট্টগ্রাম থেকে আসা সমির ঘোস নামে এক যাত্রী বলেন, ঈদের ছুটি পাওয়ায় কয়েকদিনের জন্য ভারতে ঘুরতে যাচ্ছি। সকালে এসেছি প্রচন্ড ভীরের কারনে এখনো ইমিগ্রেশন কাজ শেষ করতে পারি নাই।

মীনা রানী দাস বলেন, জামাই ও ছেলের সাথে ভারতে ঘুরতে যাচ্ছি, ঈদের ছুটিকে কাজে লাগানোর জন্যই যাওয়া।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা খায়রুল আলম জানান,ঈদুল আযাহর ছুটির কারণে যাত্রীদের চাপ অনেকটা বেশি। দ্রুত সময়ে যেন যাত্রী পারাপার হতে পারে আমরা সেই চেষ্টা করছি।’