কিশোরগঞ্জের কটিয়াদীতে জ্বালানি তেল,সার,বীজ ও কীটনাশক বিক্রয় ও সরবরাহকারী একটি ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল পুড়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে কটিয়াদী পৌর এলাকার কটিয়াদী পুরাতন বাজারের মেসার্স দেবনাথ রাধানাথ ট্রেডার্স নামের একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে কটিয়াদী ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিমের কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।এসময় দোকানে থাকা বিভিন্ন জ্বালানি তৈল,রাসায়নিক সার ও কীটনাশক পুড়ে গিয়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শঙ্কা করছেন মালিকপক্ষ।
স্থানীয় বেশ কয়েকটি সুত্র জানায়, এদিন বিকালে পার্শ্ববর্তী চরনোয়াকান্দী এলাকার আবু বকরের ছেলে মুজিবুর (২৫) নামের এক মাদকাসক্ত যুবক নিজের গায়ে আগুন দিয়ে ওই দোকানে প্রবেশ করে।এসময় তাৎক্ষণিকভাবে আগুন পুরো দোকানে ছড়িয়ে পার্শ্ববর্তী আরোও দুটি দোকানে প্রবেশ করে।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং স্থানীয় সাংসদ এ্যাড. সোহরাব উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান ও উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু ঘটনাস্থলে পরিদর্শন করেন।