ইটালিতে গ্রীষ্মের প্রথম গরম শুরু হয়েছে । এতে অস্থির পড়েছে পর্যটকরা। রাজধানী রোমসহ ১১ টি শহরে বিশেষ সতর্কতা জারি হয়েছে।

সপ্তাহ শেষে রোমের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার রোমে ৩৭ ডিগ্রি রেকর্ড করা হলেও অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইতালিতে এবারও প্রচন্ড গরমে আক্রান্ত হবে বলে পূর্বভাস দিয়েছে দেশটির আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই তার আলামত শুরু হয়ে গেছে। আফ্রিকা থেকে গরম তাপ প্রবাহ এসে আক্রান্ত করছে দেশটির বিভিন্ন প্রদেশ।

বৃহস্পতিবার দেশটির ১১ টি প্রদেশে বিশেষ সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহের শেষ দুদিন রাজধানী রোমের তাপমাত্রা ৪০ ডিগ্রী অতিক্রম করতে পারে। ইতালির পর্যটন এলাকা গুলোতে ঘুরে বেড়ানো পর্যটকরা প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েছে। দুপুরে পর্যটকরা বাইরে বের হতে চান না। এবার গরম আরো বাড়তে পারে,ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি সূর্যের আলো এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। সেই সাথে প্রচুর পানি এবং হালকা খাবারের পরামর্শ দিয়ে তারা বলছে, বয়স্ক নাগরিক এবং শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর রোমসহ ১১ টি প্রদেশে হলুদ সর্তকতা জারি করেছে।

আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এই তাপপ্রবাহ অব্যাহত থাকলে এবং তা আরও বৃদ্ধি পেলে রেড অ্যালার্ট জারি হতে পারে। পুরো ইউরোপে রেকর্ড তাপমাত্রা ছিল গত বছর আগস্টে ইতালির সিসিলিতে ৪৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এর আগে ১৯৭৭ সালে ইউরোপে সর্বোচ্চ রেকর্ড ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস।