প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় পূর্বঘোষিত কর্মসূচী করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংবাদ সম্মেলন করে কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।

সোমবার (৫ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে জামায়াত জানিয়েছে, আগামী শনিবার (১০ জুন) রাজধানীতে তারা সমাবেশ করবে।

এর আগে সোমবার সকালে তারা পূর্ব নির্ধারিত বিক্ষোভ স্থগিত করে। সংঘাত এড়াতে আজকের কর্মসূচি না করার ঘোষণা দেয়। ৪ জুন রাতে বেশকিছু সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগও করেছেন জামায়াতের নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে সংঘাত সংঘর্ষ নয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন জামায়াত নেতা। সেই সঙ্গে আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ১০ জুন, শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে জামায়াত।

এর আগে গত ২৮ মে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট অনলাইনে ৫ জুন সমাবেশের জন্য আবেদন করে। ২৯ মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৪ জন আইনজীবীর একটি প্রতিনিধি দল কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ৫ জুন সমাবেশ করার আবেদন নিয়ে ডিএমপি কমিশনারের নিকট গেলে কমিশনার কার্যালয়ের গেট থেকে তাদের আটক করা হয় এবং পরে মুক্তিও দেয়া হয়।

বার্তাবাজার/এম আই