সৌদি আরবে হজ্জ পালন করতে গিয়ে আরো একজন বাংলাদেশী হজ্জ যাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এ মৌসুমে নারী সহ ২ জন হজ্জ যাত্রী মৃত্যুবরণ করলেন।শনিবার (৩রা জুন) মক্কা বাংলাদেশ হজ্জ কার্যালয়ের কাউন্সিলর জহিরুল ইসলামের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
মৃত হজ্জ যাত্রীর পরিচয়, শাহানারা বেগম (৬৪)। তিনি ঢাকার ডেমরার বাসিন্দা। পাসপোর্ট নম্বর ইজি ০৭৫৩০৭৯।
জহিরুল ইসলাম আরো জানান, তিনি সালামত হজ্জ ট্রাভেলস এন্ড ট্যুরসের (রেজিঃ ১১৫৫) মাধ্যমে হজ্জব্রত গমন করেছিলেন। চলতি বছরে সৌদি আরবে গমন করা যাত্রীদের মধ্যে তিনিই প্রথম নারী যাত্রী যিনি মৃত্যু বরণ করলেন। কিছুদিন আগে একজন পুরুষ যাত্রী সহ এবারের মৌসুমে মোট দুইজন হজ্জ যাত্রী মৃত্যু বরণ করলেন।
এ বিষয়ে সালামত হজ্জ ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহিল ওয়াহীদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শাহানারা বেগম শারিরীক ভাবে পূর্ণাঙ্গ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক ও তার পরিবারকে গভীর ভাবে সমবেদনা জানাচ্ছি।
প্রতিষ্ঠানটির অফিস এক্সিকিউটিভ মোঃ শামীম শিকদারের বরাত দিয়ে জানা যায়, মৃত্যু ব্যাক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শাহানারার বেগম গতকাল সকাল ০৮:০০ ঘটিকায় ইন্তেকাল করেন। বাদ আসর মসজিদুল হারামে জানাজা অনুষ্ঠিত হয় এবং তাকে মক্কায় সমাহিত করা হয়।
উল্লেখ্য, শনিবার সকাল পর্যন্ত ৪৭ হাজার ৩৭৪ বাংলাদেশি হজ্জ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার ৬৭৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬৯৯ জন যাত্রী হজ্জব্রত গমন করেছেন। চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী ২৭ জুন পবিত্র হজ্জ এর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।
ই.এক্স/ও.আর