পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের সদরদপ্তরে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট অফ দ্য ইউরোপিয়ান কমিশনের কমিশনার জেনেজ লেনার্সিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এসময় জেনেজ লেনার্সিস বাংলাদেশের সাফল্য নিয়ে প্রশংসা করেন। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র, বিশেষ করে, রোহিঙ্গা সমস্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
পরে তিনি বৈঠক করেন কমিটি অন ইন্টারন্যাশনাল ট্রেড অফ দ্য ইউরোপিয়ান পার্লামেন্টের চেয়ারম্যান বার্ন্ড লেঙ্গের সঙ্গে।
এ সময় তারা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক যেমন বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।