কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে সারা দেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে লক্ষ্মীপুরে ৫টি উপজেলার ৪০টি স্থানে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। জান্নাতুল জামে মসজিদের খতিব নাসির উদ্দিন মাহমুদ নামাজে ইমামতি করেন।

অন্যদিকে সদর উপজেলার টুমচর, বশিকপুর, চররমনী, উত্তর হামছাদী ও হাজিরপাড়ায় ইসতিসকার নামাজ আদায় করা হয়। এছাড়া রায়পুর পৌরসভা ও রামগঞ্জের ভোলাকোর্ট, ইছাপুর, চণ্ডিপুর, করপাড়া ও দরবেশপুর,, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করেন মুসল্লিরা। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এ বিশেষ নামাজ আদায় করা হয়।

তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লির।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।