কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ উপ কর কমিশনারের কার্যালয় এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ০৬ জন আসামিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)মোঃ মশিউর আলম সঙ্গীয় ফোর্সনিয়ে (০৩এপ্রিল সকাল ০৬.৪৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ উপ কর কমিশনারের কার্যালয় এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কমলপুর রাস্তার মাথায় ৫০ কেজি গাঁজাসহ ৬ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো,
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নতুন বাজার গাবতলী গ্রামের মৃত মাসুদ পারভেজ এর ছেলে হায়দার আহম্মেদ উৎসব ওরফে উৎসব শিকদার (৩০), মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার ইসদাইর গ্রামের মৃত হায়দার আলী ওরফে হাসান আলীর ছেলে মোঃ রাকিব হাসান ওরফে রকি(৩৫),ফতুল্লা থানার পশ্চিম ইসদাইর গাবতলী গ্রামের আলমাছ ঢালীর ছেলে মাহফুজুর রহমান ওরফে মুন্না (৩০), রামগঞ্জ থানার করপাড়া (হাজী বাড়ী)গ্রামের আবুল খায়ের এর ছেলে সুফিয়ান হোসেন সজল(২৪), জামালপুর জেলার ইসলামপুর থানার নোয়াপাড়া গ্রামের আব্দুল বাসেত মন্ডল এর ছেলে মোঃ ইব্রাহিম(২৬), চৌদ্দগ্রাম থানার কমলপুর গ্রামের মৃত শিহাবুল আলম মিলন এর ছেলে রবিউল আলম পিয়াস(২৬)।

গ্রেফতারকৃত আসামী মোঃ রাকিব হাসান এর বিরুদ্ধে ০৫ টি মাদক মামলা ও ০১ টি অন্যান্য ধারায় মামলা, আসামী হায়দার আহম্মেদ উৎসব এর বিরুদ্ধে ০৪ টি মাদক মামলা ও ০১ টি অন্যন্য ধারায় মামলা এবং আসামী মাহফুজুর রহমান এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা ও ০১ টি গনধর্ষন মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।