বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের প্রধানমন্ত্রীর জন্য আরো বেশি করে দোয়া করুন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, যাতে তিনি আরো বেশি করে মানুষের সেবা করতে পারেন। বঙ্গবন্ধুর আদর্শ ও ১৭ কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারে।
সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুরে তার নিজ বাসভবনের পাশে মসজিদ মাঠে নিজের পিতা ও মাতার জন্য দোয়া ও ইফতার মাহফিলের আগে সবার উদ্দেশ্য একথা বলেন তিনি।
এসময় জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগমসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ মাদ্রাসা ও এতিমখানা ছাত্র ও অসহায় দরিদ্র মানুষেরা দোয়া ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন।