সপ্তাহ পেরোইনি তাতেই আবার লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আরও একজন নিহত হয়েছে। স্বাধীনতা দিবসের রাতে গুলিবিদ্ধ হয়ে পরের দিন মৃত্যু হয়েছিল লিটন নামের এক যুবকের।

৩০ মার্চ শনিবার রাতেই বুড়িরহাট সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে চন্দ্র নামের এক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মুরিল চন্দ্র নামের একজনের মৃত্যু হয়েছে। মুরলী চন্দ্রের মরদেহ সীমান্ত এলাকা থেকে প্রথমে কালীগঞ্জ থানায় পরবর্তীতে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় মোঃ মিজানুর রহমান (৩২) আজিমুল, মোঃ লিটন মিয়া (৪২) গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় সুত্রে জানা গেছে গরু চোরাচালানের উদ্দেশ্যে১৫ থেকে ২০ জনের একটি দল ভারতীয় সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর নিকট বেলতলা নামক স্থান দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা ২-৩ রাউন্ড গুলি করে। সেই গুলির আঘাতে মুরুলি চন্দ্রের মৃত্যু হয়। নিহত মুরলী চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

উল্লেখ এর আগে গত ২৬ শে মার্চ রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা সেখানে একরাত থাকার পর পরদিন তার মৃত্যু হয়।

সীমান্তে মুরুলি চন্দ্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির।