নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় মেতেছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা। আচরণবিধিকে উপেক্ষা করে যখন তখন শোডাউন করছেন প্রার্থীরা। নির্বাচনী বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেমিনেটিং পোষ্টার সাঁটাচ্ছেন অনেকেই। এদিকে নির্বাচন কর্মকর্তা জানান, আচরণবিধি লঙ্ঘন করলেই গ্রহণ করা হবে বিধি মোতাবেক ব্যবস্থা।

আগামী ৮ মে অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রহমান (মোটরসাইকেল), আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া), ফেরদৌস পারভেজ (আনারস) ও বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম (কাপ পিরিচ), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে নীরেন্দ্র নাথ রায় (টিউবওয়েল), আবু সাঈদ (উড়োজাহাজ), মোফাক্কারুল ইসলাম পেলব (মাইক), মো. স্বপন ইসলাম (টিয়া পাখি), হামিদার রহমান (চশমা), উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) ও সুজয় চন্দ্র রায় (তালা) মার্কা, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে আয়েশা সিদ্দিকা (পদ্ম ফুল),পারুল বেগম (ফুটবল) ও জাহানারা বেগম (হাঁস) মার্কা পেয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভবনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মটরসাইকেল মার্কা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টুর ঘোড়া মার্কা, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলামের কাপ-পিরিচ মার্কা, ভাইস-চেয়ারম্যান পদে মো. স্বপন মিয়ার টিয়া পাখি মার্কা, ও টিউবওয়েল প্রতীকের নীরেন্দ্র নাথ রায়ের মার্কা আঠা দিয়ে লাগানো হয়েছে। ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. ফেরদৌস পারভেজ, মো. আনোয়ারুল হক সরকার মিন্টুর ঘোড়া মার্কা, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে উত্তম কুমার রায়ের বৈদ্যুতিক বাল্ব মার্কা, ভাইস-চেয়ারম্যান (মহিলা) মোছা. পারুল বেগমের ফুটবল মার্কা লাগানো বাদ পড়েনি উপজেলা পরিষদের প্রবেশ গেট থেকেও।

অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইউপি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বে-সরকারী স্থাপনা, হাসপাতালের প্রবেশ গেটে, বসতবাড়ির দেওয়াল, মুদি দোকান, টি-স্টল, বিদ্যুতের ঘুঁটি, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) মোফাক্কারুল ইসলাম পেলবের মাইক, আবু সাঈদের উড়োজাহাজ, হামিদার রহমানের চশমা, সুজয় চন্দ্র রায়ের তালা, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের আয়েশা সিদ্দিকার পদ্ম ফুল ও জাহানারা বেগমের হাঁস মার্কা আঠা দিয়ে পোস্টার লাগিয়েছেন।

চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদের সকল প্রার্থী প্রতীক বরাদ্দের পর থেকেই তাদের পোস্টার এভাবে লাগানো শুরু করেছেন বলে ভোটারা জানান। তবে অনেকে মন্তব্য করেন যারা পোস্টার লাগাচ্ছে তারা হয়তো নিজেরাই জানেন না আচরণবিধি কাকে বলে।

এ প্রসঙ্গে ডিমলা উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার জানান, কমিশনের পক্ষ থেকে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক ব্যবস্থা করা হবে।