মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হলেন শ্রমিক লীগ নেতা ও ব্যবসায়ীরা।
সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কদমতলীর ৫৯ নং ওয়ার্ডের ঢাকামেচ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ৩টায় মোটরসাইকেলে প্রায় ২ শতাধিক সন্ত্রাসী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।

তারা জাতীয় শ্রমিক লীগের ৫৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুনের অফিসসহ বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে।

এ সময় সন্ত্রাসীরা নগদ ৩ লাখ টাকা লুট ও ৪ লাখ টাকা সমপরিমাণ একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

ভুক্তভোগীরা বলছেন, গতকাল ঢাকামেচ কলোনিতে মাদক ব্যবসায়ী সুমন ও সাগরের নেতৃত্বাধীন মাদক ব্যবসা বন্ধ করার প্রতিবাদ জানান শ্রমিক লীগ নেতা মাহফুজুর রহমান মামুন। পরে এলাকাবাসী তার পক্ষ নিয়ে মাদক ব্যবসায়ীদের এলাকা থেকে বিতাড়িত করেন।

তারই জের ধরে আজ দুপুরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এই সশস্ত্র হামলা চালায় ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভূমির নেতৃত্বাধীন সন্ত্রাসী ফজু, ফারুক ও বিপ্লবসহ প্রায় দুই শতাধিক সন্ত্রাসী বাহিনী।
স্থানীয়রা বলছেন, কাউন্সিলর আকাশ কুমার ভূমির নেতৃত্বে ৫৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই কাউন্সিলর আকাশ কুমার ভূমি নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর দ্বারা হামলার শিকার হতে হয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।ায় অভিযোগ দায়ের করেছেন।