বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপরিচিত সংগঠন “বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস” (বিএসপিইউএ) ২২শে মার্চ ২০২৪, শুক্রবার ঢাকার বারিধারায় অবস্থিত ব্লসম হোটেল এর বল রুম এ এক ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে।

ইফতার পূর্ববর্তী “এথিকাল ল্যাপসেস ইন টিচিং এন্ড রিসার্চ: স্ট্রাটেজিস ফর ইমপ্রুভমেন্ট” শীর্ষক বিষয়ের আলোচনায় প্রধান দুইজন আলোচক ছিলেন যথাক্রমে প্রফেসর ড: বদরুল খান, ফাউন্ডার অব মডার্ন ই-লার্নিং এবং প্রফেসর ড: খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, প্রো ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসি, গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আজকের আলোচনায় শিক্ষকতায়, গবেষণায় এবং প্রশাসনিক কর্মকান্ডে নীতি চর্চার বিষয়টি উঠে আসে। সেই সাথে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সৌহার্দপূর্ণ সম্পর্ক কিভাবে নীতি চর্চার বিষয়টিকে আরো সহজে বাস্তবায়ন করতে পারে সে বিষয়টি আলোচিত হয়। অনুষ্ঠানের অন্যতম আলোচক ছিলেন অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলাম ।

তিনি আল কুরআনের আলোকে গবেষণার গুরুত্ব উপস্থিত অতিথিদের সামনে আলোচনা করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএসপিইউএ – এর সভাপতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং সঞ্চালনায় ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসি।

অনুষ্ঠানে বিএসপিইউএ -এর ইসি সদস্যবৃন্দ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।