সাতক্ষীরায় ১০০ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্টানিকভাবে মোবাইল ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। এছাড়া বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ও টাকা মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহবান রাখেন পুলিশ সুপার।

এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা জানান, হারানো মোবাইল খুজে পাওয়া যায় এটা অবিশ্বাস্য মনে হলেও সত্য। মোবাইল হারিয়ে সাধারণ ডায়েরী করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে জমা দিলে অতিদ্রুত তারা মোবাইল খুঁজে ফেরত দিয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা মোবাইল ফোন ফেরত পেয়ে বেশ আনন্দিত। পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, আমিনুর রহমান সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।