মাদারীপুরের রাজৈরে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার আলমদস্তা এলাকার রাজৈর পৌরসভা ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার মজুমদার কান্দির মোঃ আল আমিন মোল্লা(৩০), নাজির মোল্লা(৪০), কাওসার মোল্লা(৩৫), দক্ষিন রাজৈরের নিপ্পন মন্ডল(২৮), মানিক শেখ(২২), আলমদস্তার সুমন বেপারী(২৪), মেহেদী কবিরাজ(২২), সুমন শেখ(২১)। সোমবার (১৮ মার্চ) দুপুরে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন রাজৈর থানার পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, রবিবার রাতে রাজৈর বাসস্ট্যান্ডে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি পালন করছিলেন এস আই শেখ শাহজালাল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় রাজৈর পৌরসভা ভবনের পাশে মেহগনি বাগান থেকে ৮ জুয়াড়িকে আটক করেন তিনি। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৬০০ টাকা ও তাস সহ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।