স্বাধীন সেবা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। ২০২০ সালে করোনা মহামারীর সময় স্বাধীনতার চেতনায় সেবা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়ে আসা সংগঠনটি গত ৪ বছরে বিভিন্ন সেবামুলক কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় এ বছর ৩য় বারের মতো অর্ধশত হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন সেবার তরুণ নেতৃবৃন্দ। রাতের আঁধারেই তরুণ কর্মীরা অসহায় রোজাদার মানুষের দ্বারে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন।

২০২৩ সাল শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শেষ করলেও ওই বছর তারা অনেক গুলো সেবামূলক কার্যক্রম সম্পন্ন করেছে।

এর মধ্যে উল্ল্যেখযোগ্য ছিলো ২য় বারের মতো ৩২ টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ। ঈদ সেলামি প্রদান এবং সবচেয়ে আকর্ষণীয় কার্যক্রম ছিলো ঈদুল আজহা’তে একটি গরু কোরবানি করে তা এলাকার নিম্মবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে বন্টন।

প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিগত ৫ বছর যাবত যেসব কার্যক্রম করে আসছে তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো মহামারির সময় হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ, করোনা সচেতনতা, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সেলামি প্রদান, ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট, কুরবানির ঈদে ওই এলাকার প্রত্যেকটি কুরবানির বর্জ্র পরিষ্কার এবং গরু কোরবানি করে গোস্ত বিরতণ ইত্যাদি।

“স্বাধীন ভাবে করবো সেবা”
“সুন্দর সমাজ গড়বো মোরা”

এই স্লোগান নিয়ে সংগঠনটি ২০২৪ সালে আরো সেবামুলক কার্যক্রম করবে বলে জানা যায়।