পরিবারের সচ্ছলতা ফেরাতে সরকারি চাকুরি যেন সোনার হরিণ। সেই সরলতা পুজি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বর মকবুল হোসেনের বিরুদ্ধে।

মেম্বর মকবুল সেনাবাহিনীর চাকরী দেওয়ার নামে গত ৭ মাস আগে ক্ষেতুপাড়া ইউনিয়নে দোপ মাছগ্রামের ভুক্তভোগী শামিম তার ছেলের সেনাবাহিনী চাকরির জন্য ৫লাখ, নন্দনপুরের মোহাম্মাদ আলী ছেলের চাকরির জন্য দেন ১২লাখ ও রফিকুল ইসলাম দেন ৮ লাখ টাকা দেন।

তার কিছুদিন পর মেম্বর ধুরিয়ে দেন একটি সৈনিক পদে নিয়োগপত্র তার যাচাই করতেই বেরিয়ে আছে নিয়োগপত্র ভূয়া।

সুধু একজন নয় প্রতারণার শিকার হয়েছে প্রায় ছয় থেকে সাত জন ভুক্তভোগী পরিবার হাতিয়ে নিয়েছে কোটি টাকা। ভুক্তভোগীদের অভিযোগ পাওনা টাকা চাইতে গেলে নানা রকম ভয়ভীতি দেখান মেম্বর মকবুল হোসেন। এমন ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তভোগীরা।

এই ব্যপারে মুঠো ফোনে মেম্বর মকবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এমন ঘটনার কিছুই জানে না তিনি উল্ট তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু লোক ফাসানোর চেষ্ঠা করছে ।