‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৪ পালিত হয়েছে।

আজ ১০ ই মার্চ (রবিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ সময় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুর্যোগ কবলিত উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীর মানুষের দুর্যোগ থেকে রক্ষায় প্রস্তুতি, মোকাবেলা ও সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিথ কুমার, প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, বিআরবি কর্মকর্তা রিপন খন্দকার।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সিপিপি সদস্যবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।