কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য ৬৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো: ওয়াসিম আকরাম।
সোমবার (৪ মার্চ) সংগঠনের সাবেক সভাপতি মিরাজ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মিনহাজুর রহমান, মাহমুদুর রহমান, শামীম খানসহ আরো সাতজন। যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোতাসিম ভুইঁয়া, শোহায়েব ভুইঁয়াসহ আরো ছয়জন। সাধারণ সম্পাদক আসিফ করিম আনন্দ, সাদেকুর রহমান, রঞ্জন ভৌমিকসহ আরো বারজন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান শুভ, অর্থ বিষয়ক সম্পাদক মো: ইসমাইল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাহিত্য সম্পাদক মিথিলা হক তুলি, আইন বিষয়ক সম্পাদক ইয়াসিন পাঠান সৈকত, শিক্ষা ও পাঠ্যক্রম কর্মসূচি রিফাত, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক সাহেদ হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন লাকি, সাংস্কৃতিক সম্পাদক হিমেল সরকার, কার্যনির্বাহী সদস্য আদিল আহমেদ মাহদী, হেমায়েত উদ্দিন, ফাহাদ মিয়াসহ আরো চারজন।