মানিকগঞ্জে পদ্মা উৎপাদন মুখী সমবায় সমিতির সুবিধা বঞ্চিত নারীদের মাঝে পিপিই ও গার্মেন্ট মেকিং বিষয়ক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন করা হয়।

সোমবার(২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিকের কার্যালয়ে ইউএনডিপির সহতায় ও ন্যাশনাল পলিটেকনিক এর আয়োজনে ৪০ জন নারীকে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ ও সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ করা হয়।

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুকলা সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন,ইউএনডিপির প্রোগ্রাম ম্যানেজার জাহিদ হোসেন, প্রতিনিধি শান্তূনু সাহা,সমবায় অফিসের পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন এবং হাসমত আলী খান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।