ভার্চুয়াল কমিনিউকেশন প্লাটফর্ম হেল্পিং হ্যান্ডস অব শরীয়তপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) মেঘনানদীর দূর্গম চর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরজানপুরের সাতপাড়ায় এ ক্যাম্প আয়োজন করা হয়।
হেল্পিং হ্যান্ডস অব শরীয়তপুরের উপদেষ্টামন্ডলীর সদস্য হাবিবুর রহমান সুমন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সামাজিক ব্যাক্তিবর্গ বক্তব্য দেন।
ক্যাম্পে বিভিন্ন বয়সের প্রায় ৭ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি এই দিন রক্তের গ্রুপ,হিমোগ্লোবিন, ডায়াবেটিস পরীক্ষাসহ নারীদের জন্য স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।