ঢাকায় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাহ উদ্দিন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।
সাধারণ সম্পাদক পদে মেজবাহ উদ্দিন দুই হাজার ৫৭২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম এক হাজার ৬৫৮ ভোট পেয়েছেন।
৯১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। তিনি এর আগের দুই মেয়াদেও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।