শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা যুদ্ধের ভূক্তভোগী, তাই যুদ্ধ চাই না। শান্তি চাই। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেছি, গাজায় যা হচ্ছে তা অমানবিক। হাসপাতালেও হামলা করা হচ্ছে। বাচ্চাদের কী অবস্থা! এটা মানবতাবিরোধী অপরাধ।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বন্ধুত্ব আমাদের দরকার আছে। দেশের উন্নয়নে প্রয়োজন। যুদ্ধ তো আমাদের উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে। বিভিন্ন দেশ মুদ্রাস্ফীতিতে যন্ত্রণা ভোগ করছে। কোভিডের পর ইউক্রেন যুদ্ধ, এরপর গাজা। সারাবিশ্ব কষ্ট পাচ্ছে। বিশ্ববাসীর এই কষ্টের কথা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেছি। যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে বলেছি। বিশ্ব মোড়লরা দ্বিমুখী নীতি অনুসরণ করে। ইউক্রেন যুদ্ধ আগ্রাসন হলে গাজা যুদ্ধ আগ্রাসন নয় কেনো?

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়েও সম্মেলনে কথা হয়েছে। আমরা তাদের আশ্রয় দিয়েছি। এ বিষয়ে উত্তেজিত হলে চলবে না। মনে রাখতে হবে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় আমরা সবচেয়ে স্বস্তিতে আছি। আবারো বলি, সবাই নিজেরা কৃষি উৎপাদন করুন।

বার্তা বাজার/আইএফ