নোয়াখালীর হাতিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সরকারি বিধি লংঘনের অপরাধে দুটি ইটভাটাকে ১লাখ ২৫হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে উপজেলার জাহাজমারা ও বুড়িরচর ইউনিয়নের মেসার্স আবদুর রহিম ব্রিকস ও মেসার্স আর আর ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, হাতিয়া ইটভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(২) ও ৮(৩) ধারা লংঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জাহাজমারা ইউনিয়নের মেসার্স আবদুর রহিম ব্রিকসকে ১লাখ টাকা ও বুড়িরচর ইউনিয়নের মেসার্স আর আর ব্রিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম সরওয়ার। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার ও সহকারী পরিচালক জনাব তানজির তারেক।