কুমিল্লার দেবীদ্বারে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সোহাগ মিয়া(২৮) নামে এক মাংস বিক্রেতা এবং অপর ঘটনায় শাহাদাত হোসেন (১৪) নামে অটোরিকশা চালক মারা গেছেন।

স্থানীয়রা জানান, সোমবার (১২ ফেব্রæয়ারী) দুপুরে কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী মাংস বিক্রেতা সোহাগ মিয়া (২৮) মারা গেছেন।

সোহাগ মিয়া দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে। তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দাউদকান্দি এলাকায় সে মারা যায়। নিহত সোহাগ দেবীদ্বার নিউমার্কেট এলাকার মাংস বিক্রেতা ছিলেন। সোহাগের বাবা দেবীদ্বার নিউমার্কেটে মাংস বিক্রেতা মিজানুর রহমানও গত চার বছর আগে একই স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় মারা গেছেন।

অপর ঘটনায় অটো চালক শাহাদাত হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রোববার (১১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বৃষ্টি চলাকালে দেবীদ্বার-চান্দিনা সড়কের বারেরা এলাকায় দ্রুতগামী একটি সিএনজির সাথে তার অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ওই দূর্ঘটনা সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত শাহাদাত হোসেনের গ্রামের বাড়ি উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর। সে দেবীদ্বার-চান্দিনা সড়কের ডা. জসিম উদ্দিন হাড়ভাঙ্গা হাসপাতালের সামনের চা’ দোকানী দরিদ্র শাজাহানের ছোট ছেলে শাহাদাত হোসেন। অভাবের সংসারে পরিবারের সহযোগিতায় শাহাদাত অটোরিকশা চালাতো।

বার্তা বাজার/জে আই