মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর-৩ আসনের এমপি তাহমিনা বেগম বলেন, দেশের উন্নয়ণ করতে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকায় দেশের অনেক উন্নয়ন হয়েছে এবং আরও হবে।
শনিবার মাদারীপুরের খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৩৪ তম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে একথা বলেন তিনি।
খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেনসহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বার্তা বাজার/জে আই