সাতক্ষীরার কালিগঞ্জে মাটিবাহী ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে আসাদুল ইসলাম (৭) নামে এক শিশুর। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বাধাকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিতা শাহীন গাজী (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘুশুড়ি এলাকায় অবস্থিত ‘তাজিম এন্টারপ্রাইজ’ নামক একটি ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় বাধাকুল গ্রামে বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে থাকা শাহীন গাজী ও শিশুপুত্র আসাদুলকে চাপা দেয় একটি ডাম্পার। ডাম্পারের চালক দ্রুত শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘুশুড়ি এলাকায় পৌছালে মারা যায় আসাদুল। তার লাশ একটি চায়ের দোকানের পাশে রেখে পালিয়ে যান চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহীন গাজীকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
শিশুটির পিতা চিকিৎসাধীন আছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার/জে আই