বগুড়ায় নিত্যপ্রয়োজনীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ ঘুরে পেয়াজের দাম এখন ২০ থেকে ৩০ টাকা দরে বেশি বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

রাজা বাজারের পাইকারি ব্যবসায়ি ও খুচরা বিক্রেতারা বলছেন মুড়ি কাটা পেঁয়াজ শেষের দিকে যার জন্য সংকট দেখা দিয়েছে । ভারতীয় পেঁয়াজ বা নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত এই সংকট চলবে সেই সাথে দাম বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজা বাজারে বিভিন্ন দোকান ঘুরে এসব তথ্য মেলে।

খুচরা বিক্রেতা বলছেন, পাইকারি কেজিপ্রতি ৯৫ টাকা কিনে বিক্রি করছি ১০০ থেকে ১০৫ টাকা।

রাজা বাজারে পেঁয়াজ কিনতে এসে ক্রেতা বলছেন, পেঁয়াজের মূল্য অনেকটাই বেশি। বিভিন্ন সিন্ডিকেটের জন্য আর আমদানি না থাকায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ।

অন্যদিকে খুচরা বিক্রেতাদের অনেকে দাবি করছেন, কৃষকরা পেঁয়াজ ঠিকমতো দিতে পারছে না যার জন্য বাজারে সংকট চলছে।

এদিকে রাজা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, মুড়ি কাটা পেঁয়াজের শেষ সময় চলছে। পর্যাপ্ত মজুদ শেষের পথে নতুন পেঁয়াজ বাজারে না আসায় অনেকটায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।

বগুড়ার বাজারে পেঁয়াজের আমদানি না থাকায় দাম বৃদ্ধি পেলেও অনেকেই বলছেন সিন্ডিকেটের জন্য সাধারণ মানুষ সঠিক দামে পেঁয়াজ কিনতে পারে না। পেঁয়াজের আমদানি বাড়াতে নজর দিতে বলছেন সাধারণ মানুষ।

বার্তা বাজার/জে আই