মিঠাপুকুর থানা পুলিশ এবং রংপুর র‍্যাব-১৩’এর সহায়তায় গাইবান্ধা থেকে হাসান আলী (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকার সময় মিঠাপুকুর থানা পুলিশের এসআই-সাইয়ুম তালুকদার, এএসআই মোস্তাফিজুর রহমান এবং এএসআই-মশিউর রহমান সহ রংপুর র‍্যাব-১৩ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

পলাতক ওই আসামীর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর মন্ডলপাড়া গ্রামে। তার পিতার নাম নজির আলী। জানাযায়, ২০০৬ সালের একটি হত্যা মামলার তিনি আসামি হলে পলাতক থাকা অবস্থায় বিচারক তাঁকে যাবজ্জীবন সাজা প্রদাণ করেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, একটি হত্যা মামলায় আদালত হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিলে, দীর্ঘদিন সে পলাতক থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে মিঠাপুকুর থানা পুলিশের একটি চৌকস দল এবং রংপুর র‍্যাব-১৩,এর সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়। আগামীকাল কোর্টের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হবে।

বার্তা বাজার/জে আই