সাতক্ষীরার কলারোয়ায় ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মফিজুল ইসলাম (৫৫) নামের এক সহকারী অধ্যাপক নিহত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে কলারোয়ার দমদম এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে সদর হাসপাতালে নেওয়ার হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মফিজুল ইসলাম কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। একই সাথে উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে কলারোয়া শহরের দিকে যাচ্ছিলেন অধ্যাপক মফিজুল ইসলাম। প্রতিমধ্যে দমদম এলাকায় এনবি ব্রিকসের মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের সাথে দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল থেকে পড়ে ডাম্পার ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হন মফিজুল ইসলাম। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরায় হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এখনো কেউ মামলায় দায়ের করিনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এম আই