সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। থানা সুত্রে জানা যায়, মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এমনকি এ সাজা এড়াতে বিভিন্ন ছদ্দবেশে ঢাকা সহ বিভিন্ন এলাকায় আত্নগোপন করে ছিল।

কিন্তু অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত (২৪ জানুয়ারী) বুধবার রাতে দেবহাটা থানার এএসআই ইব্রাহিম রাসেল সঙ্গীয় ফোর্সসহ র‌্যাব-৩ এর সহযোগীতায় রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের কাওসার মোড়লের ছেলে নাসির মোড়ল। পরে দেবহাটা থানা এনে উক্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।

দেবহাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন জানান, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন নিজেকে আত্মগোপন করে রেখেছিল। সে গোপালগঞ্জে ফেনসিডিল সহ আটক হওয়ার পর জামিন নিয়ে পলাতক ছিলেন। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা ঘোষনা করে।

বার্তা বাজার/জে আই