সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ ওএমএস (ওপেন মার্কেট সেলস) ডিলারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫২টি ভুয়া চালানে ১০৮ মেট্রিক টন সরকারি সুলভ মূল্যের চাল আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর এই মামলার বিষয়টি নিশ্চিত করেন।

চাল আত্মসাতকারী চারজন হলেন শাহজাদপুর পৌরসভার কান্দাপাড়া মহল্লার মৃত হাজী আমির হোসেনের ছেলে রইচ উদ্দিন (৪২), শেরখালী গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহান শাহ (৩৮), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মিজানুর রহমান মজনু (৩৯) ও দ্বাবারিয়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে সাহেব আলী (৫৩)।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০২১-২০২২ অর্থ বছরে ওএমএস খাতে চাল বিক্রয়ের ১৬টি ভুয়া চালানের মাধ্যমে ২৪ মেট্রিক টন চাল ও ২০২২-২০২৩ অর্থ বছরে ৩৬টি ভুয়া চালানের মাধ্যমে ৮৪ মেট্রিক টন চাল উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ৩০ লাখ ২৪ হাজার টাকা।

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিয়াজুর রহমান রাজু জানান, সরকারি চাল আত্মসাতের অভিযোগে তাদের চারজনের ডিলারশিপ বাতিল করার পর নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। যদিও তারা সরকারি চালের আত্মসাতের সমুদয় টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়েছেন।

বার্তাবাজার/এম আই