বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম। দিনের দ্বিতীয় ম্যাচে গত আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার (১৯জানুয়ারি) টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য দেয় মাশরাফীর দল।

জবাবে দিতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ২ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে ব্যাট চালাতে থাকেন আভিষ্কা ফার্নান্দো। ২৩ বলে ৩৯ রান করে বোল্ড আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেনি ইমরানুজ্জামানও। মাশরাফীর প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। এতে দলীয় ৬০ রানে তিন উইকেটে হারিয়ে চাপে পড়ে বন্দরনগরীর দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ৬৪ রান। শাহাদাত হোসেন দিপু ৪ এবং নাজিবুল্লাহ জাদরান ২ রানে ব্যাট করছেন।

বার্তা বাজার/জে আই