কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় মুফতি গিয়াস উদ্দিন তাহেরী গাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গামণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতেই গিয়াস উদ্দিন তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন।

প্রায় ৯ মিনিটের ওই লাইভে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘এ নিয়ে আমার গাড়ি ২৩ বার ভাঙচুর করা হয়েছে। এর আগে আমি কখনো এ বিষয়ে লাইভে আসেনি। এবার এই বিষয় নিয়ে লাইভে আসতে বাধ্য হলাম। আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি, সেজন্য দুর্বৃত্তরা আমার গাড়ি ভাঙচুর করেছে। আমার গাড়ির যদি গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়েছে। হাতুড়ি দিয়ে গাড়ি ভাঙচুর করেছে। আমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামন্ডল এলাকায় একটি মাহফিল করছিলাম, মাহফিলস্থলে পৌঁছে খাওয়া-দাওয়ার পর আমি স্টেজে উঠে যাই। মাহফিল শেষ করে এসে দেখি দুর্বৃত্তরা আমার গাড়ি ভাঙচুর করেছে। অনুমান করছি, আমি ওয়াজ শুরু করার মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।’

গিয়াস উদ্দিন তাহেরী আরও বলেন, ‘যুগ যুগ ধরে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম-ওলামারা লাঞ্চিত হয়েছেন। এ ধরনের ঘটনা নতুন নয়। যারা এ কাজ করেছে, আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।’

বার্তা বাজার/জে আই