সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব, বসে থাকার মানুষ আমি নই।

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী হিসেবে প্রথম কার্য দিবসে আবুল হাসান মাহমুদ আলী বলেন, চ্যালেঞ্জের কথা আমরা সবাই জানি। এখন সেগুলো সমাধান করতে হবে।

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে এমনটা মনে করেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নিতে সময় চান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করে, এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় কীভাবে হবে এমন এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, মিলেমিশে কাজ করতে হবে। অর্থ মন্ত্রণালয় একা পারবে না।

অর্থ পাচার রোধ ও টাকার মূল্য কমে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেখি, এ বিষয়ে কী করা যায়।’

এ সময় মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা চান অর্থমন্ত্রী।

বার্তাবাজার/এম আই