পরপর তিনবারের সংসদ সদস্য ছিলেন মো. আনোয়ারুল আজীম আনার। তিনি তার নির্বাচনী এলাকা ঝিনাদহ-৪ (কালীগঞ্জ) আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আজ বুধবার (২২ মে) তার মরদেহ উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে।

আনোয়ারুল আজীমের পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি ১৯৬৮ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পেশার ব্যবসায়ী আজিম বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।