চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়ী বিবি ফাতেমা শিল্পিকে (প্রজাপতি) ঘোষনার ২ ঘন্টা পর পরাজিত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম (ফুটবল) কে ৩৩৭১৫ ভোটে জয়ী ঘোষণা করা হয়েছে।

সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে সাজেদা বেগম কে জয়ী ঘোষণার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ২২ ভোট পেয়ে বিবি ফাতেমা শিল্পীকে বিজয়ী হয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা ঘোষণা করেন।

তখন ফুটবল প্রতীকের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম নির্বাচনে ১১ হাজার ৫৩ ভোট পেয়েছেন বলে ঘোষণাও দেয়া হয়েছিলো।এর আগে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।