ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমি থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) দুপুরে সদর ইউনিয়নের বাঘাসুদা গ্রামের ফসলি জমি থেকে এই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাইল থানাধীন সদর ইউনিয়নের বাঘাসুদা গ্রামের ধন মিয়ার বাড়ির ৪০০ গজ দক্ষিনে এবং ঢাকা-সিলেট মহাসড়কের এক কিলোমিটার উত্তরে বাঘাসুদা গ্রামের বিলের ধানি জমিতে দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। ওইব্যক্তি অসুস্থতা জনিত কারনে মৃত্যুবরণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবেন বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।