গত ৭ জানুয়ারি সারাদেশে ভোট গ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন আজ । এরইমধ্যে ঘোষণা করা হয়েছে মন্ত্রী সভার সদস্যদের নাম। এই তালিকায় রয়েছে ১১৪ পটুয়াখালী ০৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহিব্বুর রহমান মহিব।
আজ বুধবার মন্ত্রী পরিষদ সচিব এক প্রেস ব্রিফিংয়ে অন্যান্য সদস্যসহ মহিব্বুর রহমান মহিবের নাম ঘোষণা করেন।আগামীকাল ১১ জানুয়ারি হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।
জানা গেছে, মুহিব্বুর রহমান মহিব এর আগেও একই আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে এ নিয়ে দুইবার নির্বাচিত হয়েছেন।
এদিকে মন্ত্রী সভায় পটুয়াখালী জেলায় একমাত্র মুহিব্বুর রহমান মহিব সুযোগ পাওয়ার খবরে আসনটির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে এই সংসদ সদস্যর অনুসারী ও নেতাকর্মীরা।
বার্তা বাজার/জে আই