দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজের শিল্পীরা। মঙ্গলবার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিল্পীরা গণভবনে যান।
এ সময় প্রধানমন্ত্রী শিল্পীদের খোঁজখবার নেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আমরা।
তিনি আবারও নির্বাচিত হওয়ায় তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়েছি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলেন শমী কায়সার, তানভীন সুইটি, রওনক হাসান, সাজু খাদেম, রিয়াজ, নিপুণ, মীর সাব্বির, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর।
বার্তা বাজার/জে আই