কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল।

এ আসনে ১৭৬ কেন্দ্রের মধ্যে সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ১৬৭০৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীক পেয়েছে ২১৯৪৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১লক্ষ ৪৫ হাজার ৯০টি।

৭ জানুয়ারি রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

কক্সবাজার-৩ আসনে আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০। প্রার্থী ৬ জন। ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ১৭৬ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩। মোট ভোট কেন্দ্র ১৭৬ টি। বুথ সংখ্যা ১ হাজার ৩০ টি।

কক্সবাজার সদর উপজেলায় উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ১২২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৩২ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৯০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৬ টি।

রামু উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯৭ হাজার ৫৭১ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ১৮০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৪ টি।

ঈদগাঁও উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ৭৩৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৪৭ হাজার ৪৯৪ জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ২৪৩ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৬ টি।

বার্তাবাজার/এম আই