বগুড়া-১ আসনের (সোনাতলা-সারিয়াকান্দি) স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুস্তাফিজুর রহমান শ্যামলের ওপর হামলা করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে কেন্দ্র পরিদর্শনের সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শ্যামল গণমাধ্যমকে বলেন, সোনাতলা উপজেলার রানিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় তার ওপর হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। এ সময় তিনি বেশ আহত হন।
তিনি অভিযোগ করেন, নৌকার লোকজন বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান করছে । এছাড়াও সোনাতলা উপজেলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ২ জনকে হাতে নাতে আটক করে।
এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার বলেন, জাল ভোটের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। আমাদের টিম বিষয়টি দেখছেন।
বার্তা বাজার/জে আই