দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রোববার সকাল ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর ফেরদৌস বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অভিনয়ে যেভাবে শতভাগ দিয়েছি দর্শকদের, সেভাবে চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে।

তিনি আরও বলেন, আমি নৌকার লোক, নৌকায় ভোট দিয়েছি। আমি খুব লাকি সকালে আমাকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও উনার পরিবারদের সদস্যরা। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন। ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী আছেন চারজন।

তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

বার্তা বাজার/জে আই