চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দর্শনার্থী কার্ড বা গেট পাশ চালু রয়েছে। নির্ধারিত নিয়ম মেনে গেটপাশ সংগ্রহ করে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সাথে থাকতে পারেন স্বজনেরা। রামেক হাসপাতালসূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার সকালে (৩ জানুয়ারি) এ বিষয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ ডক্টর টিভিকে জানান, অতিরিক্ত দর্শনার্থী হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করে। তাই চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে যেন অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ না করতে পারে সেজন্য দর্শনার্থী কার্ড বা গেট পাশের ব্যবস্থা রয়েছে।

পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়, হাসপাতালের ভিজিটিং আওয়ারে (শীতকালে বিকেল ৩টা থেকে ৫টা এবং গ্রীষ্মকালে বিকেল ৪টা থেকে ৬টা) গেট পাশ ছাড়াই হাসপাতালে প্রবেশ করতে পারবেন স্বজনেরা। অন্যান্য সময়ে হাসপাতালে প্রবেশের জন্য অবশ্যই গেট পাশ প্রয়োজন।

৫টি নিয়ম মেনে গেট পাশ সংগ্রহ করতে পারবেন স্বজনেরা। সেগুলো হলো-

১. একজন রোগীর সাথে শুধুমাত্র দুইজনকে দর্শনার্থী কার্ড বা গেট পাশ দেওয়া হয়।
২. ফেরতযোগ্য ২০০ টাকা দিয়ে দুইটি গেট পাশ নিতে পারবেন।
৩. রোগী ডিসচার্জ হলে কার্ড জমা দিয়ে টাকা ফেরত নিতে পারবেন।
৪. গেট পাশ নেওয়ার সময় অবশ্যই রোগীর ভর্তি ফর্মটি দেখাতে হবে।
৫. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের টিকেট কাউন্টার কমপ্লেক্সে দায়িত্বরত আনসার সদস্যের কাছ থেকে গেট পাশ সংগ্রহ করা যাবে।

বার্তা বাজার/জে আই