ইংরেজি নববর্ষ উপলক্ষে রোববার (১ জানুয়ারি) দিবাগত রাতে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে তিন কিশোর দগ্ধ হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচরের মুজিবর ঘাটের সোহেল মিয়ার বাড়ির পঞ্চম তলার ছাদে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনেরা।

দগ্ধ ৩ কিশোর হল- মো. সিয়াম (১৬) এবং তার দুই চাচা মো. রাকিব হোসেন (১৭) ও মো. রায়হান (১৬)। দগ্ধরা সবাই কামরাঙ্গীরচর এলাকায় বাসবাস করেন।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী গণমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, গত রাতে কামরাঙ্গীরচর থেকে দগ্ধ অবস্থায় তিন কিশোরকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হয়নি।

বার্তা বাজার/জে আই