এই শীতে বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) থেকে উষ্ণ ভালোবাসার গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন তরুণ অভিনেত্রী আইশা খান। সিরিজটির নাম ‘হৃদমাঝারে’।

নাসিমুল হাসানের চিত্রনাট্যে সিরিজটির সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আবু হায়াত মাহমুদ পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর, শ্যামল মাওলা, অর্ষাসহ অনেকে।

সিরিজটি ৩১ ডিসেম্বর থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন দীপ্ত প্লে নামের অ্যাপে। ৩০ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন দীপ্ত টেলিভিশনের প্রোগ্রাম অফিসার জাকিয়া সুলতানা।

সিরিজটির গল্প সম্পর্কে জাকিয়া জানান, দেশসেরা হার্ট সার্জন ডক্টর ইমরানকে ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ করে সাংবাদিক নীলা। কিন্তু খ্যাতির পেছনে ছোটা ইমরান বুঝেও যেন বুঝতে চায় না নীলার ভালোবাসা। এমন সময় হাসপাতালের নতুন ডাক্তার ফারিয়ার সাথে ইমরানের সম্পর্ক গাঢ় হলে নীলা মানতে পারে না, ভয়ংকর এক ফাঁদে পা দেয়। নীলার ভুলের কারণে ডক্টর ইমরানের বিরুদ্ধে অভিযোগ আসে এক নিষ্পাপ শিশুকে হত্যা করার।

এভাবে এগিয়ে যাবে রোমান্টিক থ্রিলার ঘরানার সিরিজটি।

বার্তা বাজার/জে আই