চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার ছবি ব্যবহার করে বিভিন্ন নম্বর থেকে ফোন করা হচ্ছে সাধারণ মানুষকে। কখনো আবার দেওয়া হচ্ছে মেসেজ। ঘটনাটি ঘটছে হোয়াটসঅ্যাপে। তবে পূর্ণিমা জানিয়েছেন, ওই ফোনকলগুলো তিনি করছেন না। এমনকি ফেসবুকে একটি পোস্ট করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন এই নায়িকা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ফেসবুকে পূর্ণিমা লিখেছেন, ‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন ও জানেন, বিভ্রান্ত না হয়ে এসব নাম্বার থেকে ফোন করলে ব্লক করে দেবেন। আমার একটাই মোবাইল নাম্বার; আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না, মিসডকল তো দিই না। কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ইউজ করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। সেই কাজ আমি করছি না, সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন। ধন্যবাদ।’

নিজের পোস্টের সঙ্গে হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশটও যুক্ত করেছেন পূর্ণিমা। যেখানে ভিন্ন ভিন্ন নম্বরে দেখা যাচ্ছে তার ছবি। আরও দেখা যাচ্ছে একটি মেসেজ, যেখানে আকর্ষণীয় পারিশ্রমিকে চাকরির অফার দেওয়া হচ্ছে।

বার্তা বাজার/জে আই