প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দিন আর নেই। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বজনেরা জানান, ব্রেইন স্ট্রোক করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দিন।

তিনি ছিলেন অ্যাসোসিয়েশন অফ মেডিকেল প্রফেশনালিস্টের প্রেসিডেন্ট। এছাড়াও ইস্পাহানী ইসলামীয়া আই ইন্সটিটিউটের ইথিক্যাল কমিটির প্রেসিডেন্ট, লায়ন্স ইন্সটিটিউট এন্ড হসপিটালের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান এবং ওএসবি লেজার ভিশন সেন্টার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর।

তিনি এমবিবিএস পাস করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) থেকে চক্ষুবিষয়ে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।

বার্তা বাজার/জে আই