কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক একটি নির্বাচনী সভার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার ঝর উঠেছে।

তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদকে উদ্দেশ্য করে নিজের দেহের পরিধির দাম্ভিকতা দেখিয়ে বলেন, ‘শকুনের (স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের) দোয়ায় আমার মতো (নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি) এতবড় একটা গরু কি মরব ? শকুনের দোয়ায় আমার মতো এত বড় গরু মরতনা। আমি মন্ত্রী পরিবারের সন্তান, দুইবার (২০০৯ সালে একবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আর একবার ২০১৪ সালে সংসদ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে নির্বাচন) হাতি নিয়া আসছি। এ হাতি এত সহজে দেবীদ্বার ছেড়ে যাবেনা।

কিন্তু একজন (ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ) বলে গিয়েছিল, নৌকা নিয়ে আসবে! সে কি করল?

শকুন (ঈগল) নিয়া আসছে। সে কোথাও পাশ করতে পারবেনা, তার ইউনিয়নে আমি পাশ করব। কেউ বিভ্রান্ত হবেন না, কারন সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলবে। এ বিজয়ে আমরা সামিল হব ইনশাল্লাহ। আপনাদের সন্তান হিসেবে আমি আবারো আপনাদের পাশে আসব। আমার দোষত্রুটি আছে, ১৫ বছরে (একবার উপজেলা চেয়ারম্যান ও ২ বারের এমপি) ১৫টি দোষ থাকতেই পারে, কিন্তু (সদ্য উপজেলা চেয়ারম্যান পদথেকে পদত্যাগ করা স্বতন্ত্র পদে ঈগল প্রতীকের প্রার্থী) ৩ বছরে যার ৩০০ দোষ, সেইখানে আপনারা যাইবেন না।

সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় দেয়া কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)’র ২ মিনিট ৪৪ সেকেন্ডের ওই বক্তব্যের ভিডিও গত ৩ দিন ধরে সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝর বইছে।

ওই সভায় আওয়ামীলীগ গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হক মান্নান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার, সহ-সভাপতি আব্দুল মতিন মূন্সী, উপদেষ্টা মেহেদী হাসান বুলবুল, দেবীদ্বার উপজেলা সহ-সভাপতি মনিরুজ্জামান মাষ্টার, আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম খান, মাহবুব মূন্সী, উপজেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন ও ছাত্রলীগ উপজেলা সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল প্রমূখ।

উল্লেখ্য, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনে ২ ঞেভীওয়েট প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও স্বতন্ত্র পদে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থী কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ছাড়াও ১১টি রাজনৈক দলের ১১ প্রার্থী ও স্বতন্ত্র ১ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

বার্তাবাজার/এম আই