সারাদেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে রাত ১২টা এক মিনিটে উপজেলা পরিষদে অবস্থিত কেন্দ্রিয় মহীদ মিণারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনে পুস্পস্তবক অর্পন এক মিনিট দাড়িয়ে নিরবতা, শহীদদের আত্মর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুর্য উদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি, সরকারী, আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। পরে ঘাটাইল জিবিজি সরকারী কলেজ মাঠে বিভিন্ন স্কুল কলেজের
শিক্ষার্থীরা শারীরিক কসরত মুক্তি যুদ্ধের স্মৃতী প্রদর্শন, বর্তমান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মান প্রদর্শন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে জিবিজি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি)আবু সালাম মিয়া, (পিপিএম)উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেযারম্যান, শাহিনা সুলতানা শিল্পি, সুপ্রীম কোর্টের সাবেক ডেপোটি অ্যাটির্নী জেনারেল বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির আইন বিষয়ক সম্পাদক ডঃ শহিদুল ইসলাম,বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়নসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী।

বার্তাবাজার/এম আই